না.গঞ্জ কলেজের সামনে বাগান তৈরির তাগিদ সেলিম ওসমানের
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের মূল ফটকের সামনে অর্ধশত বছর ধরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের পর শনিবার কলেজ পদির্শন করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ সময় তিনি প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উচ্ছেদ স্থলে আপাতত একটি ফুলের বাগান তৈরি করার কথা বলেন।
এছাড়াও তিনি কলেজ কর্তৃপক্ষকে কলেজের ভবনের উন্নয়ন সহ যাবতীয় প্ল্যান তৈরি করে দ্রুত সেলিম ওসমানের কাছে জমা দিতে বলেন।
শনিবার দুপুর ২টায় তিনি কলেজের উচ্ছেদ স্থলে চলমান কাজের পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা, কলেজের পরিচলনা পর্ষদের সদস্য আবদুল মজিদ খন্দকার, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মোদাসেরুল হক দুলাল, কলেজের শিক্ষক ফজলুল হক(রুমন রেজা) প্রমুখ।
উল্লেখ্য সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান এসব অবৈধ স্থাপনার ব্যাপারে আপত্তি করার পরেই বৃহস্পতিবার পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালায় কলেজ কর্তৃপক্ষ।
দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের মূল ফটকের দু পাশ দখল করে দোকান নির্মান করে ব্যবসা করে আসছিল ক্ষুদে ব্যবসায়ীরা। কলেজ কর্তৃপক্ষ বারবার দোকান মালিকদের মালপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলে তা কোন কর্ণপাত করেনি তার। তাই কলেজ কতৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার ২৩টি অবৈধ স্থাপনার দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ২৩টি দোকানের মধ্যে রয়েছে কাপড় ও জুতার দোকান।