শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি সম্মাননা পেলেন বন্দরের এএসআই নাসির
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৫৮ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি হিসেবে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় কর্মরত সহকারি উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন শ্রেষ্ঠ অফিসারে সম্মাননা ও ক্রেষ্ট গ্রহণ করেছে।
১ জুলাই রোববার দুপুরে ঢাকা সেগুন বাগিচা রেঞ্জ অফিস থেকে মাসিক কল্যান সভায় ঢাকা রেঞ্জ অফিসের ডিআইজি চৌধুরী আব্দুল আল-মামুন পিপিএম এর হাত থেকে ক্রেস্ট ও সম্মাননা গ্রহন করেন তিনি।
জানা গেছে, বন্দর থানার এএসআই নাসির উদ্দিন পেশাগত দায়িত্ব পালনসহ নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মানে ভূষিত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধূরী আব্দুল আল-মামুন।
পুরস্কার গ্রহণকালে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরুক্ত ডিআইজি আবুল কালাম সিদ্দিক ও ঢাকা রেঞ্জ এর অতিরুক্ত ডিআইজি আসাদুজ্জামানসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা বৃন্দ।
বন্দর থানায় কর্মরত এএসআই নাসির উদ্দিন সাংবাদিকদের জানায়, এই পুরস্কার আমাকে আরো শক্তি যোগাবে। কারন আমি অনেক পরিশ্রমের পর আজ এই সম্মান পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।