ঢাকায় শ্রেষ্ঠ হলেন ফতুল্লার এস আই কামরুল
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৪:৩৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এস আই অফিসার নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানার এস আই কামরুল ইসলাম।
মঙ্গলবার (১৩ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে মাসিক অপরাধ সভায় কামরুল ইসলামের এ পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (প্রশাসন) আবু কালাম সিদ্দিকী, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আসাদুজ্জামান আসাদ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান (বিপিএম) প্রমুখ।