ইয়াবা কারবারীর ১৪ বছরের জেল
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৪:১০ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় এক আসামীর ১৪ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে জেলা যুগ্ম দায়রা জজ আদালত। বুধবার (১০ জুলাই) সকালে আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন। আদালতে আসামীর উপস্থিতিতেই এই রায় প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী মোরশেদ আলম ওরফে মোরশেদুল হক গেঞ্জু (৩২) কক্সবাজার জেলার রামু থানার মন্ডলপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ বলেন, আসামী মোরশেদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত ১৪ বছরের জেল এবং ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। আসামী ইয়াবা সহ গ্রেফতার হবার পর থেকে জামিনে বের হতে পারেনি। আর সে কারণেই দ্রুততম সময়ে আমরা বিচারকাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ ফতুল্লা সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্টে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা সহ মোরশেদকে আটক করে পুলিশ। এসময় মোরশেদ কক্সবাজার থেকে বিভিন্ন এলাকায় মাদক চোরাচালান করে থাকে বলে স্বীকার করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা।