হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১এপ্রিল
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৪৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

আগামী ১ এপ্রিল বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এই ভোটগ্রহণ চলবে। সে লক্ষ্যে ৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা দ্বি-বার্ষিক (২০১৯-২০২১) নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
ওই তাফসিল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারী সোমবার প্রাথমিক ভোটার তালিকা ও আগামী ৩ মার্চ রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ করা হবে আগামী ৪ মার্চ সোমবার থেকে ৫ মার্চ মঙ্গলবার পর্যন্ত এবং দাখিলের শেষ সময় ১০ মার্চ রোববার পর্যন্ত। মনোনয়নপত্র যাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ মার্চ বুধবার এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ মার্চ সোমবার।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় হচ্ছে ২১ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে ২৩ মার্চ শনিবার।
নির্বাচন পরিচালনা বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ আলম দিপু এবং সদস্য হিসেবে রয়েছেন ফারুক বিন ইউসূফ পাপ্পু ও খন্দকার সাইফুল ইসলাম। আপিল বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন জিএম ফারুক ও হুমায়ুন কবির খান শিল্পী এবং নির্বাচনী বোর্ডে সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো: সাবদার হোসেন।