সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে নবীণ বরণ
রূপগঞ্জ করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৪৩ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে নবীণ বরণ ও অরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ জুলাই সকালে উপজেলার কাঞ্চন এলাকায় এ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নবীণ বরণ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ। এসময় বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অধ্যাপক এসএম মোস্তাফিজুর রহমান, আশরাফুদ্দিন, আরমানউদ্দিন প্রমুখ। সভায় একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া বিভিন্ন শাখার ৬০০ শিক্ষার্থীদের বরণ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন বক্তারা।