১০ শিক্ষার্থীকে পিটিয়েছে বহিরাগতরা
সোনারগাঁ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:১৩ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বহিরাগতরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৩ জুলাই বুধবার সকালে স্কুলের ভেতরে ওই শিক্ষার্থীদের পিটিয়ে আহত করা হয়। ঘটনার পর ওই এলাকায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক টিক্কা খাঁন বাদী হয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে স্কুলে যাওয়ার পর পশ্চিম সনমান্দি গ্রামের কামরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্র লাঠিসোটা, লোহার রড নিয়ে আব্দুর রহিম, সবুজ, রাসেল, শান্ত, সিদ্দিকুর রহমান, আরিফ, আরিফুর রহমান, ও রবিউল সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মশুরাকান্দা গ্রামের রবিন, রিফাত, রিসাল, ইসাম, রায়হান ও সুমনসহ ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। এসময় শিক্ষক ও এলাকাবাসী বাধা দিতে এলে তাদেরকেও লাঞ্ছিত করে বহিরাগতরা।
সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক টিক্কা খাঁন জানান, সনমান্দি গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের ছেলেদের কারণে অকারণে মারধর করে আসছে। বুধবার সকালে স্কুলের ভেতরে প্রথম দফা ও স্কুল থেকে ফেরার পথে সনমান্দি বাজারের মধ্যে দ্বিতীয় দফায় তাদের পিটিয়ে আহত করে। শিক্ষার্থীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনা খুবই দুঃখজনক। বহিরাগত লোকজন স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের মারধর করেছে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।