রূপগঞ্জে প্রতিবন্ধিদের ফ্রি চিকিৎসা
রূপগঞ্জ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:২১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন ‘বন্ধু তোমার পাশে আছি’ এর উদ্যোগে ৩০ সেপ্টেম্বর রোববার দিনব্যাপী ২০ জন প্রতিবন্ধি রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
উপজেলার ইছাপুরা এলাকায় আয়োজিত চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধি বিউটি ফুল লাইফ স্কুলের সিনিয়র শিক্ষিকা ও সাইকোলষ্টি খাদিজা আক্তার, সোহানা আক্তার, আর্তের আহ্বান সংগঠনের সভাপতি জিহাদ হাসান, বন্ধু তোমার পাশে আছি সংগঠনের সভাপতি রনি আহম্মেদ, সাধারণ সম্পাদক সোহেল ভুঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, তানিয়া আক্তার, রূপা আক্তার, নাদিম, ইমন প্রমুখ। এ সময় প্রতিবন্ধিদের চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। ২০জন প্রতিবন্ধিকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে গড়ে তোলার আশ্বাস দেন।