rabbhaban

জন্মদিনে ভালোবাসায় সিক্ত কাউন্সিলর শকু


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২১ জুন ২০১৯, শুক্রবার
জন্মদিনে ভালোবাসায় সিক্ত কাউন্সিলর শকু

নিজ দলের নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী থাকায় এবারের জন্মদিন পালন ঘটা করে পালনে অনীহা ছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকুর। সে কারণে নিজে ঘটা করে জন্মদিন পালন করেনি। তবে বাধ সাধেন এলাকার মুরুব্বী, অনুজ আর অগ্রজেরা। তারা অনেকটা জোর করেই কেকে কেটেছেন শওকত হাশেম শকুর।

২১ জুন নিজের ৪৬তম জন্মদিনে অনুজ অগ্রজ আর পরিবারের লোকজনদের ভালোবাসায় সিক্ত হন তিনি। শহরের ডনচেম্বারে সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে কেক কাটতে জড়ো হন সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম, নজরুল ইসাম নজর, আবদুল জলিল, ইশমত হাশেম, মফিজুল ইসলাম, তান্না, অনিক প্রমুখ।

ওই সময়ে শকু উপস্থিত লোকজনদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আজীবন এ বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শকুর বাবা আবুল হাসেম ছিলেন একজন আইনজীবী। মা রাবেয়া হাসেম ছিলেন গৃহিনী। দুইজনই এখন পরবারে। চার ভাই ও ছয় বোনের পরিবার তাঁর। ব্যক্তি জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর