rabbhaban

হাসানুর ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার
হাসানুর ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ হাসানুর রহমান।

মঙ্গলবার (১৩ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে মাসিক অপরাধ সভায় সার্জেন্ট মোঃ হাসানুর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (প্রশাসন) আবু কালাম সিদ্দিকী, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আসাদুজ্জামান আসাদ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান (বিপিএম) প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন বলেন, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের প্রচেষ্টায় ও তদারকির কারণে ঢাকা রেঞ্জে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ প্রথম হয়েছে। এ জন্য নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের সকল টিআই ও সার্জেন্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর