rabbhaban

শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে : চেম্বার সভাপতি কাজল


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১২ নভেম্বর ২০১৮, সোমবার
শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে : চেম্বার সভাপতি কাজল

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল বলেছেন, পূর্বে কর নিয়ে ব্যবসায়ীদের মাঝে একটা ভীতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর উনি উদ্যোগ নিয়ে জনগন, ব্যবসায়ী এবং কর কর্মকর্তাদের মাঝে একটি সেতু বন্ধনের সৃষ্টি করেছেন। যার ফলশ্রুতিতে এক সময়কার তলি বিহীন ঝুড়ি বাংলাদেশ আজকে নিজের টাকায় পদ্মা সেতু বাস্তবায়ন করছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

সোমবার ১২ নভেম্বর সকাল ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে আমন্ত্রন কমিউনিটি সেন্টারে কর অঞ্চল নারায়ণগঞ্জ এর উদ্যোগে ২০১৭-২০১৮ করবর্ষের করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ সভাপতি ও নারাযণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

এ বছর নারী করদাতাদের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ করদাতার সম্মাননা অর্জন করেছেন এমপি সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান। এ নিয়ে টানা তৃতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ নারী করদাতার সম্মাননা অর্জন করলেন মিসেস নাসরিন ওসমান।

কর কমিশন নারায়ণগঞ্জ এর কমিশনার রনজীত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী ও টানা তিনবার জেলার শ্রেষ্ঠ নারী করদাতা সম্মাননা পাওয়া নাসরিন ওসমান, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, বিকেএমইএ এর দ্বিতীয় সহ সভাপতি ফজলে এহসান শামীম, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, মোল্লা সল্ট ইন্ডাস্ট্রির স্বত্তাধিকারী মোল্লা মোহাম্মদ মোসলে উদ্দিন, সহরকারী কর কমিশনার আব্দুর সবুর খান সহ অন্যান্যরা।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর