rabbhaban

নারায়ণগঞ্জে ফরমালিন কার্বাইডের বিরুদ্ধে কার্যকর অভিযান নাই


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৬ মে ২০১৯, রবিবার
নারায়ণগঞ্জে ফরমালিন কার্বাইডের বিরুদ্ধে কার্যকর অভিযান নাই ছবিটি প্রতিকী অনলাইন থেকে সংগৃহিত।

নারায়ণগঞ্জে বিভিন্ন খাদ্যদ্রব্য, সবজি, মাছ ও ফলমূলে ক্ষতিকর রাসায়ণিক ফরমালিন ও কার্বাইডের ব্যবহার থেমে নেই। এছাড়া বিভিন্ন হোটেল রেস্তোরা ও বেকারীতে  ভেজাল ও বাসী খাবার অবাধে বিক্রির পাশাপাশি ক্ষতিকর রাসায়ণিক ব্যবহৃত হচ্ছে। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী দ্রুত ধনাঢ্য হতে জনস্বাস্থ্যের জন্য হুমকী হয়ে দাড়িয়েছেন।

জানা গেছে, ২০১৩ সালের ১৬ জুন নারায়ণঞ্জে ফরমালিন বিরোধী জেহাদ ঘোষণা করেছিলেন ওই সময়ের জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জেলা পুলিশ প্রশাসন ও মহানগর কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আয়োজিত এক সভায় শহরের ২৫জন ফল ব্যবসায়ী ও ৩নং মাছ ঘাটের ২৫জন মাছ ব্যবসায়ীকে ফরমালিন ব্যবহার না করতে শপথ বাক্য পাঠ করান। তবে এরপরেও বেশ কিছু অর্থলোভী ব্যবসায়ী ফরমালিন ব্যবহার অব্যাহত রাখে।

এদিকে গেল ৬ বছরে নারায়ণগঞ্জে বিভিন্ন খাদ্যদ্রব্য, সবজি, মাছ ও ফলমূলে ক্ষতিকর রাসায়ণিক ফরমালিন ও কার্বাইডের ব্যবহার রোধে নারায়ণগঞ্জে জেলা ও পুলিশ প্রশাসন, কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন সংস্থা সোচ্চার ভূমিকা রাখলেও তবে চলতি বছরে ফরমালিন ও কার্বাইডের বিরুদ্ধে কোন কার্যকর অভিযান নেই। বৈশাখের পরে জৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের মৌসুমী ফলের সমাহারের জন্য। আর প্রচন্ড তাবদাহে সাধারণ মানুষ তবে অসাধু ব্যবসায়ীরা ওই সকল মৌসুমী ফলকে করে তোলেন বিষাক্ত।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, জেলা ও পুলিশ প্রশাসন যদি অসাধু ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয় তাহলে ফরমালিন ও কার্বাইড ব্যবহার বন্ধ হবেনা। এজন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সরকারেরও এ বিষয়ে দায়িত্ব রয়েছে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর