rabbhaban

নারায়ণগঞ্জ নিটাকে ৫০ হাজার টাকা জরিমানা


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৪ নভেম্বর ২০১৯, সোমবার
নারায়ণগঞ্জ নিটাকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল সড়কে অবস্থিত জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমিকে (নিটা) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ নভেম্বর সোমবার দুপুরে সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে ওই অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক বলেন, নিটা জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমি হলেও অনুমোদন ছাড়াই বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কোচিং বাণিজ্য চালাচ্ছে। অনুমোদনহীন ল্যাব তৈরি করে ওষুধ সংরক্ষণ করা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর