নারায়ণগঞ্জে পিইসি মঙ্গলবারের অনুপস্থিত ৩ হাজার
সিটি করেসপন্ডেন্ট |
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার

নারায়ণগঞ্জে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুপস্থিত ছিল ২ হাজার ৯৮৭ জন। মঙ্গলবার প্রাথমিকে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ইবতেদায়ীতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা ছিল।
এবছর ১০৩টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী ছিল ৪৮ হাজার ৫৪৫ জন। যার মধ্যে মঙ্গলবার অনুপস্থিত ছিল ২ হাজার ৫৭৮ জন। যার মধ্যে ১৩৪৫ জন ছাত্র ও ১২৩৩ জন ছাত্রী। ৫০টি কেন্দ্রে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৮৩৮ জন। যার মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৩০ জন। যার মধ্যে ছাত্র ২৭০ জন ও ছাত্রী ১৬০ জন।
আপনার মন্তব্য লিখুন: