নকল ভেজাল মেয়াদোত্তীর্ণ ওষুধের সচেতনতা মূলক সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নকল ভেজাল ও মেয়াদাত্তীর্ণ ওষুধের বিষয়ে গণসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৯ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার নতুন সেবা জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার মোঃ ইকবাল হোসেন।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সোনারগাঁও উপজেলার সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ শাহজাহান খান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, সহ-সভাপতি মোঃ লিটুল, মোসলে উদ্দিন মিয়া, কোষাধক্ষ্য মোঃ হানিফ, নির্বাহী সদস্য সাংবাদিক মাসুম মাহমুদ, আতিকুর রহমান, জগদীস বাবু, শাহজালাল প্রমুখ।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সোনারগাঁও শাখার সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন ওষুধ দোকান বিক্রেতার অংশ নেন।
প্রধান অতিথি বলেন, নকল ভেজাল ও মেয়াদাত্তীর্ণ ওষুধ আপনারা আপনাদের কোন প্রতিষ্ঠানে রাখবেন না। আপনারা যারা সেবা মুলক প্রতিষ্ঠান হিসাবে মানুষের সেবা করিতেছেন সে সেবায় যেন কোন রকম কোন ভুলত্রুটি না থাকে। মেয়াদাত্তীর্ণ কোন ওষুধ যদি কোন কোম্পানী নিতে অনাগ্রহী হয় তাহলে নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার বরাবর আবেদন করবেন। তার পরিপেক্ষিতে আপনাদের পক্ষে হয়ে সরকারিভাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।