rabbhaban

আর মামলা হামলার ভয় দেখিয়ে লাভ নেই : আজহারুল মান্নান


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০১৮, রবিবার
আর মামলা হামলার ভয় দেখিয়ে লাভ   নেই : আজহারুল মান্নান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। এমনটাই ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় ঐক্যজোট। দুটি অংশেই প্রধান দল হিসেবে রয়েছে বিএনপি। এদিকে বিএনপির নির্বাচনী ঘোষণায় নড়েচড়ে বসেছে দলের নারায়ণগঞ্জের ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা ও জেলা মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ডের প্রত্যাশা করে মাঠে নির্বাচনী নামার প্রস্তুতিও রয়েছে তাদের।

১২ নভেম্বর সোমবার থেকে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করবে দলটি। দলের নয়াপল্টন কার্যালয় থেকে ৫ হাজার টাকা ও অফেরতযোগ্য ২৫ হাজার টাকা দিয়ে দলের মনোনয়ন প্রত্যাশীরা ফর্ম কিনতে পারবেন।

নির্বাচন নিয়ে কথা হয় নারায়ণগঞ্জের ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন হেভিওয়েট প্রার্থী ও দলের জেলা মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে। আলাপকালে নিজেদের অবস্থান ও নির্বাচন নিয়ে নেতারা তুলে ধরেন তাদের অবস্থান।

সকলের কাছেই প্রশ্ন ছিল বর্তমান মামলা, গ্রেফতার অভিযান, নেতাকর্মীদের আত্মগোপনে থাকা ও প্রতিটি আসনে আওয়ামীলীগের অবাদ প্রচারণা সভা সমাবেশের মধ্যেই নির্বাচনের যাবার ঘোষণা দিয়েছে দল, এমন অবস্থায় নির্বাচনের পরিবেশ ও এলাকায় পরিবেশ বুঝে নেতাকর্মীরা কি নির্বাচনের মাঠে কাজ করতে পারবে কিনা?

নির্বাচনে মনোনয়নের ব্যাপারে নেতারা কতটা প্রত্যাশী এবং নির্বাচনের কেন্দ্রে শেষ পর্যন্ত দলের নেতাকর্মীরা অবস্থান করতে পারবে কিনা? নেতারাও নিজেদের মত করে প্রশ্নের উত্তর দিয়েছেন।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ সভাপতি সোনারগাঁ বিএনপির প্রভাবশালী নেতা আজহারুল ইসলাম মান্নান নিউজ নারায়ণগঞ্জকে বলেন, ‘আমাদের যেসব মামলা রয়েছে সেগুলি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছি। সোনারগাঁয়ের সকল নেতাকর্মীদের মামলা থেকে আমরা জামিনের ব্যবস্থা করেছি বাকি যেগুলি আছে সেগুলোও জামিন হয়ে যাবে। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত এবং যেকোন অবস্থায় সোনারগাঁয়ে নির্বাচনের মাঠে থাকবে নেতাকর্মীরা।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনে মনোনয়নের ব্যাপারে আমরা শতভাগ প্রত্যাশী। আমরা কাজ করেছি মামলা খেয়েছি নির্যাতিত। সোনারগাঁবাসীকে আর মামলা হামলার ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আর মামলা হামলাকে ভয় পাইনা।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটগ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর। সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর