paradise

শহরে পাওয়া শিশু মেহেদি এখন থানায়


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার
শহরে পাওয়া শিশু মেহেদি এখন থানায়

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় থেকে মঙ্গলবার সন্ধ্যায় মেহদেী হাসান (৮) নামের শিশু পাওয়া গেছে। শিশুটি তার পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারে না। বর্তমানে শিশুটি সদর মডেল থানায় রয়েছে।

সদর মডেল থানার এস আই আবুল কালাম আজাদ জানান, শহরের ২নং রেল গেইট এলাকায় মানুষের জটলা দেখে সামনে গিয়ে দেখি একটি শিশু কান্না করছে। জিজ্ঞাসা করতেই শিশুটি সে তার বড় ভাই সোহান সাথে বাড়ি থেকে বের হয়। পরে ফেরি পার হয়েছে। কিন্তু কোন ফেরি কিছু বলতে পারে না। শুধু তার নাম মেহেদি হাসান আর বাবার নাম সোবহান ও জেলার নাম পটুয়াখালী বলে জানায়।

এস আই আরো জানান, শিশুটি বর্তমানে থানায় রয়েছে। বিভিন্ন জেলায় বার্তা পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজন ও স্বজনদের দ্রুত পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ ফেসবুক পোস্ট করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন:
rabbhaban
আজকের সবখবর