paradise

অবশেষে শীতলক্ষায় নিখোঁজ শিশুর সন্ধান


বন্দর করেসপনডেন্ট | প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার
অবশেষে শীতলক্ষায় নিখোঁজ শিশুর সন্ধান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গোসল করতে গিয়ে নিখোজ শিশু হানিফের (৬) লাশ অবশেষে দুইদিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠেছে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ১৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে শীতলক্ষ্যার কয়লা ঘাটের কাছ থেকে ভাসমান অবস্থায় হানিফের লাশ উদ্ধার করেছে তার বাবা রিকশা চালক আসলাম মিয়া।

আসলাম মিয়া বলেন, সোমবার দুপুর থেকে হানিফ নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে লক্ষনখোলা এলাকায় শীতলক্ষা নদীর তীরে হানিফের পরনের টি শার্ট ও পায়ের সেন্ডেল পেয়েছি। এরপর থেকে এলাকাবাসী নদীতে নেমে দুইদিন খোঁজাখুঁজি করছে। ঝামেলা এড়াতে থানায় অভিযোগ করিনি। আসলাম স্ত্রী ও সন্তান নিয়ে উত্তর লক্ষনখোলা এলাকার বশির মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের উত্তর লক্ষনখোলা এলাকায় শীতলক্ষায় শিশু, কিশোর, যুবক বৃদ্ধসহ অনেকেই গোসল করে আবার অনেকেই খেলা করে। অন্যদের মত শিশু হানিফও শীতলক্ষায় নেমে গোসল ও খেলা করে। ধারণা করা হচ্ছে পড়নের জামা-কাপড় ও সেন্ডেল তীরে রেখে নদীতে নেমে নিখোঁজ হয়েছে সে।

আপনার মন্তব্য লিখুন:
rabbhaban
আজকের সবখবর