rabbhaban

শহরে ফের উচ্ছেদ অভিযান


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার
শহরে ফের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা সৈনিক সড়ক ও বঙ্গবন্ধু সড়কে অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং উচ্ছেদ করেন সিটি কর্পোরেশন।

২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এই অভিযান চলে। ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মীদের সাথে ছিলেন সদর থানা ও পুলিশ লাইন্সের ১২ জন পুলিশ সদস্য। পুলিশ সদস্যের দলটিকে নেতৃত্ব দেন সদর থানার এস আই মো. মাহবুবুর রহমান।

শহীদ মিনারকে কেন্দ্র করে যেসব অবৈধ ভাবে তৈরি করা খাবার স্টল ছিল তা জব্দ করে সিটি কর্পোরেশন। সে সকল স্টল যে মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়েছে তা খুজে বের করে সমস্ত বৈদ্যুতিক তার বাজেয়াপ্ত করেন সিটি কর্পোরেশন।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে অবৈধ পার্কিং নিয়ে ‘যত্রতত্র অবৈধ পার্কিং নিষেধ’এর বোর্ড লাগানোর পরামর্শ দেন ম্যাজিস্ট্রেট জাগাঙ্গির আলম।

প্রসঙ্গত এর আগেও দুইবার সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের মাধ্যমে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের অবৈধ খাবার স্টল উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের পরেও তারা আবারো অবৈধভাবে স্টল তৈার করে ব্যবসা করেন।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর