rabbhaban

চাষাঢ়ায় বসে বড় নাশকতার পরিকল্পনা, ৫ সন্ত্রাসী অস্ত্র সহ গ্রেফতার


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ১০:০৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৮, বুধবার
চাষাঢ়ায় বসে বড় নাশকতার পরিকল্পনা, ৫ সন্ত্রাসী অস্ত্র সহ গ্রেফতার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি আবাসিক ফ্ল্যাট বাসা থেকে ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তল, ১০ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৪টি ছোড়া।

৩১ অক্টোবর বুধবার রাতে শহরের উত্তর চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ কমার্স কলেজের সামনের একটি বাসা থেকে ওই ৫জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন বোরহানউদ্দিন, হোসেন আলী রাজন, সৈয়দ হাবিব হায়দার বাবু, সাজ্জাদুল হোসেন ও জাহাঙ্গীর হোসেন।

ডিবির পরিদর্শক মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৩ অক্টোবর ফতুল্লার পাগলা মুন্সীখোলা চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে যে চক্রটি গুলি করেছিল এটা সেটা তারা সেই চক্রের সদস্য। তাদের ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, গ্রেফতারকৃতরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। পুলিশকে গুলি করার ঘটনায় জড়িতদের সঙ্গে গ্রেফতারকৃতদের চেহারার মিল রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সন্ত্রাসীদের গুলি ছোড়ার ঘটনার পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পরিকল্পিত। কারণ যাত্রীবাহী বাসে পুলিশ সদস্যকে গুলি করার পরেই নিচে নামার পরেই মটরসাইকেলে করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ফলে মটরসাইকেলের সঙ্গে ওই সন্ত্রাসীদের যোগসাজশ ও সম্পৃক্ততা রয়েছে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের লক্ষ্য করে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছুড়লেও তাদের নাগাল পায়নি। পুলিশের ধারণা পালিয়ে যায় সন্ত্রাসীরা অস্ত্রধারী সংঘবদ্ধ চক্রের সদস্য।

২৩ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে চেকপোস্টে ওই ঘটনায় গুলিবিদ্ধ কনস্টেবলের নাম সোহেল মিয়া।

এদিকে সিসি ফুটেজে দেখা গেছে ৩ সন্ত্রাসী দৌড়ে যাচ্ছে। আর তাদের জন্য আগে থেকে একটি মটরসাইকেল দাঁড়িয়ে ছিল অদূরে। চালকের মাথায় ছিল হেলমেট। তিনজন দৌড়ে ওই মটরসাইকেলে উঠে যায়। পেছন থেকে পুলিশের একজন কনস্টেবল গুলি করছে। পরে ৪জন মিলে পালিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর