rabbhaban

বিদ্যানিকেতনের ছাত্রীদের উত্ত্যক্তে চার বখাটে যুবককে আটক


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার
বিদ্যানিকেতনের ছাত্রীদের উত্ত্যক্তে চার বখাটে যুবককে আটক প্রতীকী

নারায়ণগঞ্জের ভূইয়ারবাগে বিদ্যানিকেতন হাই স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় চার বখাটে যুবককে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। ১৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে এসআই রক্তিমের নেতৃত্বে বিশেষ অভিযানের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন অনিক, লোকনাথ, মুন্না ও সাইদুল। এদের বয়স ১৮ থেকে ২০বছরের মধ্যে।

বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা জানান, স্কুলে যাতায়াতের সময় কিছু বখাটে যুবক প্রায়ই মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতো। অভিবাবক এবং শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে এসব বখাটে ছেলেদের আটক করেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের চার বখাটে যুবক আটকের কথা স্বীকার করে বলেন, বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর