rabbhaban

মাদ্রাজ মেডিকলের ডাক্তারের ২ মাসের জেল


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার
মাদ্রাজ মেডিকলের ডাক্তারের ২ মাসের জেল

ট্রেড লাইসেন্স না করে ভিন্ন একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করায় চিকিৎসক মো. মোস্তফ কে (৩০) দুই মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৩ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় মাদ্রাজ মেডিকেল হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শাসমুল আরিফীনের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

এছাড়াও দোকানে ভুল ব্যান্ডের ওষুধ পাওয়া যায় বলেও জানা যায়।

এম ডি শাসমুল আরিফীন নিউজ নারায়ণগঞ্জকে বলেন, ‘এই নামে অন্য একটি দোকান আছে। এই নামে তার দোকান করার কোনো অনুমতি ছিল না। এমনকি দোকানের নামে কোনো ট্রেড লাইসেন্সও নেই। তাছাড়া তার দোকানে মিস ব্যান্ডের ওষুধ পাওয়া গিয়েছে। তাই তাকে ২ মাসের জেলের সাজা দেয়া হয়েছে। তবে কোনো জরিমানা করা হয়নি।’

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর