rabbhaban

শামীম ওসমানের জন্য সভায় খোকন সাহা


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার
শামীম ওসমানের জন্য সভায় খোকন সাহা

রাজনীতির ময়দানে এমপি শামীম ওসমানের সঙ্গে কিছুদিন ধরে বাহ্যিক দূরত্ব দেখা যায় তারই বন্ধু মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহাকে। এরই মধ্যে তিনি নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তবে সেই খোকন সাহাকে এবার দেখা গেছে শামীম ওসমানের জন্য গণসংযোগের প্রস্তুতিমূলক সভাতে। সেখানে তিনি বক্তব্যও রেখেছেন শামীম ওসমানের জন্য।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ কর্মসূচী নির্ধারণ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুলস্থ থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাষ্টার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহ, সাংগঠনিক সম্পাদক মো: জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য বদিউজ্জামান বদু, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সামছুল আলম বাচ্চু, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি হাজী আবদুস ছামাদ বেপারী, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামীলীগ নেতা বাদল মেম্বার ও যুবলীগ নেতা মোঃ ফারুক প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর