rabbhaban

সমবায় মার্কেটে আগুনে আতঙ্ক


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৬ জুন ২০১৯, রবিবার
সমবায় মার্কেটে আগুনে আতঙ্ক

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ সমবায় মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের তৎপরতায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

১৬ জুন রোবাবার দুপুরে সমবায় মার্কেটের পাঁচ তালার উপর সিঁড়ির কোনায় পোষাক ডিসপ্লে করার জন্য রাখা প্লাস্টিকের ডলে আগুন লাগে। সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতে বা ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী মো. রাজিব নিউজ নারায়ণগঞ্জকে জানান, উপর থেকে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে দৌড়ে উঠে দেখি পাঁচ তালা ধোয়ায় ভরে গেছে। দ্রুত এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্তণের চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুরøাহ আল আরেফিন নিউজ নারায়ণগঞ্জকে জানান, মার্কেটের পাঁচ তালায় সিঁড়িতে রাখা প্লাস্টিকের ডলে আগুন লেগেছ। কেউ সিগারেট খেয়ে আগুন প্লাষ্টিকের ডলের উপর ফেলেছে। সেখান থেকেই আগুন লাগদে পারে। ডলগুলো পুরে গেছে আর কিছু বৈদ্যুতিক তাঁড় পুরেছে। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর