rabbhaban

ছবিতে চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা


স্পেশাল করেসপনডেন্ট | প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১৬ জুন ২০১৯, রবিবার
ছবিতে চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা

২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া শহীদ মিনার ঘেষা আওয়ামী লীগ অফিসে তৎকালীন এমপি শামীম ওসমানের গণসংযোগ কর্মসূচিতে সাংগঠনিক কর্মকান্ডে জড়িত নেতৃবৃন্দরা জড়ো হতে থাকে। রাত ৭টার মধ্যে পুরো অফিস লোকে লোকারন্য হয়ে পড়ে। রাত পৌনে ৯টায় বিকট শব্দে বিষ্ফোরিত হয় বোমাটি। হামলায় শামীম ওসমান সহ অর্ধশতাধিক আহত হয়। তার ব্যক্তিগত সচিব চন্দন শীল, যুবলীগ কর্মী রতন দাস দুই পা হারিয়ে চিরতরে বরণ করেছে পঙ্গুত্ব।

সেদিন আহত হয়েছিলেন ওই সময়ের ও বর্তমান এমপি শামীম ওসমান সহ অর্ধ শতাধিক, অনেকেই বরণ করে নিয়েছে পঙ্গুত্ব, কেঁদে উঠেছিল নারায়ণগঞ্জবাসী। দীর্ঘ ১৮ বছরেও এ মামলার বিচার শেষ না হওয়ায় ক্ষোভ রয়েছে নিহত পরিবার ও আহতদের।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর