rabbhaban

বন্ধুকে বাঁচাতে গিয়ে শীতলক্ষ্যায় যুবক নিখোঁজ


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ১১:৪৬ পিএম, ১৭ জুলাই ২০১৯, বুধবার
বন্ধুকে বাঁচাতে গিয়ে শীতলক্ষ্যায় যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে গোছল করতে গিয়ে রকিবুল (২৪) নামে যুবক নিখোঁজ রয়েছেন।

১৭ জুলাই বুধবার বিকেল ৩টা হতে তিনি নিখোঁজের পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত ৮টা পর্যন্ত অভিযান চালালেও সন্ধান পায়নি।

নিখোঁজ রকিবুল ফতুল্লার শিবুমার্কেট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতো। সে শহরের খানপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতো।

স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সাথে শীতলক্ষ্যায় নোঙ্গর করা জাহাজে উঠে গোসল করতে নামে রকিবুল। ওই সময়ে এক বন্ধুকে স্রোতের টানে ভেসে যেতে দেখে জাহাজ থেকে লাফিয়ে বাঁচানোর চেষ্টা করে রকিবুল। তবে সে স্রোতে ভেসে গেলেও কোনমতে আরেকটি নৌকায় ধরে বেঁচে যান ওই বন্ধু। পরে ফায়ার ফায়ার সার্ভিসের তিনটি টিম সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও রকিবুলের কোন খোঁজ পায়নি। বৃহস্পতিবার আবারো সন্ধানে অভিযান চালানো হবে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর