rabbhaban

চাষাঢ়ায় প্যারাডাইজে ৪০ লাখ টাকা জামানতে ২ ফ্লোরে মদের বার


স্পেশাল করেসপনডেন্ট | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৯, সোমবার
চাষাঢ়ায় প্যারাডাইজে ৪০ লাখ টাকা জামানতে ২ ফ্লোরে মদের বার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভাষা সৈনিক সড়কে প্যারাডাইজ টাওয়ারে দুটি ফ্লোরে বসছে মদের বার। ইতোমধ্যে দুটি ফ্লোর ৪০ লাখ টাকা জামানতে দুটি ফ্লোর ভাড়া নেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁয়ের শ্যামল নামের একজন ব্যক্তি এটা পরিচালনা করবেন জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উঠে আসে এ বিষয়টি। শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবন। এর পেছনেই বালুর মাঠ তথা ভাষা সৈনিক সড়ক। ওই সড়কে একটি অভিজাত শপিং মলে সম্প্রতি মদের বারের লাইসেন্স দেওয়া হয়েছে শহরময় গুঞ্জন আছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়েও কথা বলেন মাহাবুবুর রহমান মাসুম যিনি একই সঙ্গে দৈনিক খবরের পাতার সম্পাদক। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পেছনে মদের বারের লাইসেন্স দেওয়া হয়েছে শুনেছি। এটা সত্যিকার অর্থে কিনা জানি না। আদৌ লাইসেন্স আছে নাকি নাই সেটা বড় কথা না। বড় কথা হলো এখনো কোন মদের বার থাকতে পারবে না। প্রশাসন যদি ব্যবস্থা না দেয় তাহলে সাংবাদিকেরাই সেটা গুড়িয়ে দিবে।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বারের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর