rabbhaban

বুধবার টক শোতে বসবেন দিপু ভূইয়া


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
বুধবার টক শোতে বসবেন দিপু ভূইয়া

সমসাময়িক বিষয় নিয়ে নিউজ নারায়ণগঞ্জের লাইভ টক শো ‘নারায়ণগঞ্জ কথন’। পর্ব - ৪১। অতিথি : বিএনপির কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্য নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

বিষয় : তরুণদের হাতে নেতৃত্বের ঝাণ্ডা। সঞ্চালনায় - সাংবাদিক দিলীপ কুমার মন্ডল।

৬ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯টায় শুরু হবে ওই লাইভ টক শো। দেখা যাবে নিউজ নারায়ণগঞ্জ এর ওয়েবপেইজ ও ফেসবুক পেজে। প্রশ্নও করতে পারবেন যে কেউ।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
টক শো এর সর্বশেষ খবর
আজকের সবখবর