এটাও একটি সড়ক!
স্পেশাল করেসপনডেন্ট |
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৭ জুন ২০১৮, বুধবার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকার একটি সড়ক প্রসঙ্গে লেখা হয়েছে, ‘রাস্তাটা এতই বেহাল যে, প্রতিদিনই কোনো না কোনো অঘটন দুর্ঘটনায় পড়ছে মানুষ। কাদায় চাকা আটকে যাওয়া, অটো উল্টে যাওয়া সহ মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। নারী শিশু বৃদ্ধ বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য রাস্তাটা খুবই রিস্কি। ডিক্রিরচর থেকে কানাইনগরে যাওয়ার এই রাস্তাটা বক্তাবলীবাসীর চেয়ে আলীরটেকবাসীর জন্য জরুরি। অথচ আলীরটেকের চেয়ারম্যান এব্যাপারে নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। পাশ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। এলাকাবাসী চায় চেয়ারম্যান সাহেব যেন খুব দ্রুত রাস্তাটি সংস্কার করে জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দেয়।
আপনার মন্তব্য লিখুন: