rabbhaban

ভারতে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে নারায়ণগঞ্জের নীড়


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০২ জুলাই ২০১৮, সোমবার
ভারতে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে নারায়ণগঞ্জের নীড়

ভারতের নয়া দিল্লী শহরে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে নারায়ণগঞ্জের মনন রেজা নীড় ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। সোমবার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় মনন ভারতের  কে এইচ মিতুলকে পরাজিত করেন। অপরদিকে ওপেন গ্রুপে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও হানিফ মোল্লা ৭ খেলায় ২ পয়েন্ট করে পেয়েছেন। ওপেন গ্রুপের রোববার অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ভারতের নিতিন এম পাইয়ের কাছে এবং হানিফ মোল্লা দক্ষিণ আফ্রিকার গ্রোবেলার জেকুইয়ির কাছে হেরে যান।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
খেলাধুলা এর সর্বশেষ খবর
আজকের সবখবর