rabbhaban

বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত


রূপগঞ্জ করেসপনডেন্ট | প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৬ জুলাই ২০১৮, শুক্রবার
বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করেন।

অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে কেন্দুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ইউসুফগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করেন।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, শিক্ষক বাবু রাম কমল, আফজাল হোসেন খোকন প্রমুখ। এসময় অতিথিরা বিজয়ী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর