rabbhaban

১২ দিন ধরে নিখোঁজ ফতুল্লার যতীন্দ্র দাস


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ১০:৪০ পিএম, ১৮ জুলাই ২০১৮, বুধবার
১২ দিন ধরে নিখোঁজ ফতুল্লার যতীন্দ্র দাস

১২দিন ধরে নিখোঁজ রয়েছে ফতুল্লার গলাচিপা এলাকার মৃত দিনেশ দাসের ছেলে যতীন্দ্র দাস (৫৫)। এই ঘটনায় গত ১০ জুলাই যতীন্দ্র দাসের স্ত্রী মালা রানী (৪২) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ডাইরী করেছেন। যার নাম্বার ৪৯৪।

জিডি সূত্রে জানা যায়, যতীন্দ্র দাস ফতুল্লা পঞ্চবটি এলাকার মাদার কালার লিমিটেডে নামে একটি ডাইংয়ে চাকুরী করতো। গত ৬ জুলাই সকাল ১০টার দিকে ফতুল্লা থানার ইসদাইর বাজার এলাকার তার আপন ভাই রবি দাসের বাসা থেকে বাহির হয়ে একই এলাকার মতি দাসের দোকানে চা-পান করে। এরপর থেকে যতীন্দ্র দাসের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

যতীন্দ্র দাসকে সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সে মৃগি রোগে আক্রান্ত ছিলো। তার উচ্চতা- ৪ ফুট ১০ ইঞ্চি, স্বাস্থ-স্বাভাবিক, গায়ের রং-কালো, মুখমন্ডল-লম্বাটে, মাথায় কালো ছোট চুল আছে, পরনে ছিল বিস্কিট রংয়ের চেক শার্ট ও কালো প্যান্ট।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর