rabbhaban

ফতুল্লায় মাদক বিরোধী ডিগবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


স্পেশাল করেসপনডেন্ট | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৭ জুলাই ২০১৮, শুক্রবার
ফতুল্লায় মাদক বিরোধী ডিগবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পিলকুনী এলাকাবাসী ও টাইগার স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে মাদক বিরোধী ডিগবল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং সমাজ থেকে মাদক নিমূর্লে যুব সমাজকে এগিয়ে আসতে আগ্রহী করে তোলার লক্ষ্যে ২৭ জুলাই শুক্রবার বিকেলে পিলকুনী রবিউল্লা মোল্লার বালু মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

নুরুল আমীনের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন। এসময় আরো উপস্থিত ছিলেন দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, মোস্তফা মোল্লা, নাসির মিল্কি, ক্লাবের সভাপতি আলমগীর আলী, অপু মোল্লা, বীরেন চন্দ্র মন্ডল, মোস্তাক আহমেদ, ফেরদৌস, শাহিন, আব্দুল, কামরুল সাব্বির মিলন, রায়হান, জনি, টিটু, আকাশ, হাসান, পিয়াস, পলাশ, শুভ, নাঈম, রিয়াদ, পারভেজ, নূর মোহাম্মদ ও রিদওয়ান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন:
rabbhaban
আজকের সবখবর