rabbhaban

বিএনপি তৃণমূলকেই প্রাধান্য দেয়, জয়ে আশাবাদী শতভাগ : দিপু ভূইয়া


স্পেশাল করেসপনডেন্ট | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার
বিএনপি তৃণমূলকেই প্রাধান্য দেয়, জয়ে আশাবাদী শতভাগ : দিপু ভূইয়া

‘‘বিএনপি একটি দল যে দলটি সব সময় দেখে তৃণমূল পর্যায়ে যারা আছে এবং তৃণমূলের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরই মনোনয়ন দিয়ে থাকে।’’ সেই ভাবনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস্য রূপগঞ্জের সন্তান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সম্প্রতি জাতীয় নির্বাচনের পরিস্থিতি নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভাবনা বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ‘ইলেকশন এক্সপ্রেস : আসন-২০৪, নারায়ণগঞ্জ-১’ পর্বের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রূপগঞ্জ থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বিএনপির যে ভালো কাজ ছিল সেটা দেখে সবাই আরো বেশি অনুপ্রানিত হচ্ছে। আশা করি তারা আরো বেশি বিএনপির দিকে ঝুঁকে যাবে। বিএনপি সব সময় নির্বাচনমুখী একটি দল। বিএনপি চায় নির্বাচনে অংশগ্রহণ করতে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে পরিস্থিতিটা থাকা দরকার সেই পরিস্থিতি এখনও দেশে আসেনি। নির্বাচন কমিশন বা অন্যান্য প্রশাসন যারা যেভাবে নিরপেক্ষ হওয়া কথা তারা এখনও পর্যন্ত সেভাবে নিরপেক্ষ না। তবে আমরা আশা করি তারা যদি নিরপেক্ষভাবে নির্বাচন দেয় এবং বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া দেশে আসতে পারে তাহলে অবশ্যই বিএনপি নির্বাচনে যাবে।’

বিজয়ের বিষয়ে তিনি বলেন, আমি ১০০ ভাগ আশাবাদী। কারণ বিএনপি একটি দল যে দলটি সব সময় দেখে তৃণমূল পর্যায়ে যারা আছে এবং তৃণমূলের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরই মনোনয়ন দিয়ে থাকে। এছাড়াও আমার সাথে তৃণমূলের যত নেতাকর্মীরা আছে ও যত স্থানীয় মুরব্বী আছে তাদের সকলের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। আর দলের সুদিন থাকে বা কিছুটা সমস্যা থাকে। যারা সমস্যায় দলকে পরিত্যক্ত না করে বা ছেড়ে না যায় তাদের সঙ্গে সব সময় বিএনপি থাকে। সেই ভাবনা থেকে আমি মনোনয়ন প্রত্যাশী এবং আমি মনোনয়ন পাবো।’

দলীয় দ্বন্দ্ব বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল। দলের ভিতরে দ্বন্দ্ব বলতে একটি প্রতিযোগিতা থাকে কে আগে যাবে কে পরে যাবে এটা নিয়ে প্রত্যাশা থাকে। কিন্তু দলের প্রতীকের ব্যাপারে আমরা সবাই একযোগে কাজ করতে প্রস্তুত আছি।’

নির্বাচন হলে বিএনপির ফলাফল বিষয়ে দিপু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে শুধু রূপগঞ্জ কেনো সারা বাংলাদেশের বেশি ভাগ জায়গায় বিএনপি জয়যুক্ত হবে।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসন থেকে ১৯৯১ থেকে ২০১৪ পর্যন্ত ৫টি জাতীয় নির্বাচনে ৩ বার বিজয়ী হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রার্থী  ও দুই বার বিজয়ী হয়েছে বিএনপি ধানের শীষের প্রার্থী। যার মধ্যে ২০১৪ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী : গোলাম দস্তগীর গাজী (আওয়ামীলীগ নৌকা) নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো. শওকত আলী (স্বতন্ত্র-তালা)। ২০০৮ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী : গোলাম দস্তগীর গাজী (আওয়ামীলীগ নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী : কাজী মনিরুজ্জামান মনির (বিএনপি-ধানের শীষ)। ২০০১ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী : আব্দুল মতিন চৌধুরী (বিএনপি-ধানের শীষ) নিকতম প্রতিদ্বন্দ্বী মেজর জেনারেল (অব:) কেএম সফিউল্লাহ (আওয়ামীলীগনৌকা)। ১৯৯৬ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী : মেজর জেনারেল কেএম সফিউল্লাহ (আওয়ামীলীগ নৌকা) নিকটতম প্রতিদ্বন্দ্বী : আব্দুল মতিন চৌধুরী (বিএনপি-ধানের শীষ)। ১৯৯১ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী : আব্দুল মতিন চৌধুরী (বিএনপি-ধানের শীষ) নিকটতম প্রতিদ্বন্দ্বী : আতারুজ্জামান (আওয়ামীলীগ নৌকা)।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর