paradise

শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় ট্রাস্টের সভা


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার
শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় ট্রাস্টের সভা

বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৪ আগস্ট বিকেলে শহরের নিতাইগঞ্জের কাঁচারী পল্লিতে অবস্থিত গোপাল জিউর আখড়ায় আয়োজিত উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি পরিতোষ কান্তি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তারা আজকের বাংলাদেশ গড়ে উঠার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিষয়টি তুলে ধরেন এবং সকল শিশুদের ছোট থেকেই মুজিব আদর্শে গড়ে তোলার বিষয়ে তাগিদ দেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, বন্দর পূজা উদযাপন পরিষদের সভা শ্যামল দাস, সদর থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক সুশীল দাস প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন:
rabbhaban
আজকের সবখবর