rabbhaban

না.গঞ্জে সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে ঈদগাহ স্টেডিয়াম


স্পেশাল করেসপনডেন্ট | প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার
না.গঞ্জে সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে ঈদগাহ স্টেডিয়াম

নারায়ণগঞ্জে সর্ববৃহৎ ঈদের নামাজ আদায় করতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রস্তুতি চলছে বেশ দ্রুতগতিতে। এবার একই সময় এক ঈদের ঈদের জামাত অনুিষ্ঠত হবে ঈদগাহ মাঠে ও উত্তরে থাকা সামসুজ্জোহা স্টেড়িয়ামে। সেই প্রস্তুতিতে চলছে বাঁশের ফ্রেম, ত্রিপল ও প্যান্ডেল তৈরীর কাজ।

১৪ আগস্ট মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা যায় ঈদগাহ মাঠে বাঁশের ফ্রেম তৈরীর কাজ শেষ হয়েছে। চলছে ত্রিপল টানানোর কাজ। স্টেডিয়ামে বাঁশের ফ্রেম তৈরীর কাজ শেষ না হলেও কাজ চলছে পুরোদমে। বাঁশের ফ্রেম তৈরী ও ত্রিপল টানানোর কাজ শেষ হলে মুসল্লিদের সুবিধার জন্য মাঠে বিছানো হবে আলাদা ত্রিপল।

সেখানে কর্মরত শ্রমিকদের মাধ্যমে জানা যায় ঈদের অন্তত দুইদিন আগেই শেষ হবে সব ধরণের কাজ।

ঈদগাহে মাঠ প্রস্তুতের পাশাপাশি ঈদেও জামাতের প্রস্তুতির জন্য ঈদগাহের সামনে রাস্তার পাশে ফেলা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে।

নারায়ণগঞ্জে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত করার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের উদ্যোগে স্টেডিয়ামে ঈদের নামাজের জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে। একই সময় ডিসির নির্দেশে চলছে কেন্দ্রীয় ঈদগাহে নামাজের জন্য প্রস্তুতির কাজ। সব ঠিকঠাক চললে এবার নারায়ণগঞ্জবাসী পালন করতে যাচ্ছে নারায়ণগঞ্জের বৃহত্তম ঈদের নামাজ।

আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর