আকবরনগরে টেঁটাবিদ্ধে নিহতের ঘটনায় ছামেদ আলীর ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর আকবর নগর গ্রামে প্রভাব বিস্তার নিয়ে প্রভাবশালী ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জয়নাল আবেদীন মন্ডল নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাজীব হোসেন। সে ছামেদ আলীর ছেলে।
১৪ আগস্ট মঙ্গলবার রাতে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল সত্যতা স্বীকার করেছেন।
সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলীর আকবরনগর এলাকায় প্রভাব বিস্তার নিয়ে প্রভাবশালী ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে বেশ কয়েক দফায় দফায় টেটাঁবল্লম নিয়ে নারী, পুরুষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার বিকেলে ফের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ থেকে ১০ জন টেটাঁবিদ্ধ হয়। এর মধ্যে শুক্রবার ভোরে নিহত জয়নাল আবেদীন হলেন রহিম হাজী গ্রুপের সদস্য। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে।