rabbhaban

ফতুল্লায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক


ফতুল্লা করেসপনডেন্ট | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৫ আগস্ট ২০১৮, বুধবার
ফতুল্লায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জে ফতুল্লায় গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিক্রিরত অবস্থায় ২ জনকে আটক করে ব্যাব-১১ এর একটি টিম।

১৫ আগস্ট বুধবার আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এর আগে ১৪ আগস্ট সোমবার রাতে উপজেলার বক্তাবলী লক্ষ্মীনগরে বড় মসজিদ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ অর্থ সহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো লক্ষ্মীনগর পুর্বপাড়ার মৃত কলিম উল্লাহর ছেলে মো. রুবেল (৩১) ও একই এলাকার  মৃত দিলবার হোসেনের সন্তান মো. হানিফ (৪২)।

র‌্যাব সূত্র জানায়, আসামীদ্বয় উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর