rabbhaban

জামতলায় ৮জনকে প্রাইভেটকারের চাপা, ধাওয়ায় পালালো চালক


স্পেশাল করেসপনডেন্ট | প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১৫ আগস্ট ২০১৮, বুধবার
জামতলায় ৮জনকে প্রাইভেটকারের চাপা, ধাওয়ায় পালালো চালক

নারায়ণগঞ্জে একটি বেপরোয়া প্রাইভেকটারের ধাক্কায় ৪টি রিকশা দুমড়ে মুচড়ে অন্তত ৮জন আহত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) রাত পৌনে ১০টায় শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। এতে উত্তেজিত জনতা বেপরোয়া গাড়িটিকে ধাওয়া করে ঈদগাহের সামনে আটক করলেও পালিয়ে যায় চালক। পরে গাড়িটিতে ভাঙচুর চালায় জনতা।

আহতদের মধ্যে ৬জনকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা হলেন- লালু মিয়া(২৮), রুহুল আমিন (৩০), এসএম সামিউল ইসলাম (২২), রাসেল (২৮), রাসেলের স্ত্রী বৃষ্টি (২৫), রাসেলের ভাতিজি চাদনী (১০)।

গাড়ির ভেতর থেকে আবদুল কাদের নামের একজন ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে।  এতে গাড়ির নাম্বার দেওয়া আছে। সেখানে লেখা আছে ঢাকা মেট্রো গ-২৭-৪৬৩৮।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) দিদার জানান, জামতলায় একটি প্রিমিও প্রাইভেটকার বেপরোয়াভাবে চালিয়ে ৪টি রিক্সাকে ফেলে দিয়ে দ্রুতবেগে চলে যায়। এসময় রিক্সা চালকসহ ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে গাড়িটিকে। চালক জামতলা ঈদগাহ পর্যন্ত চালিয়ে গাড়িটি রেখে দৌড়ে পালিয়ে যায়। গাড়িটির কোন নাম্বার প্লেট ছিলনা।

তিনি জানান, গাড়িটি হয়তো কোন ওয়ার্কশপ থেকে নেয়া হয়েছে অথবা নতুন কেনা।  গাড়িটির মালিকের খোঁজ নেয়ার চেষ্টা ও চালককে আটকের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর