rabbhaban

ক্যান্সারে আক্রান্ত শিশু কায়নার পাশে দাঁড়ালেন অয়ন ওসমান


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার
ক্যান্সারে আক্রান্ত শিশু কায়নার পাশে দাঁড়ালেন অয়ন ওসমান

টাকার অভাবে ক্যান্সারে আক্রান্ত কায়নার (৯) চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না। ক্যান্সারের সঙ্গে লড়াই করে শিশু কায়নার দিন কাটছিল। বাবা না থাকায় কায়নার মার পক্ষে সম্ভব ছিল মেয়ের চিকিৎসার খরচ বহন করা। অত:পর নগরীরে গোগনগর এলাকার বাসিন্দা কায়নার পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। কায়নার সুচিকিৎসার জন্য আর্থিক অনুদানও দিয়েছেন অয়ন ওসমান।

জানাগেছে, কায়নার মা সাংসদ পুত্র অয়ন ওসমানকে মোবাইল ফোনে সাহায্যের কথা জানান। তাৎক্ষনিক অয়ন ওসমান কায়নার বাড়িতে পাঠান মহানগর ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছারকে। কাউছার ঘটনার সত্যতা জেনে অয়ন ওসমানকে জানালে তিনি বৃহস্পতিবার ১৬ আগস্ট কায়নার চিকিৎসার জন্য আর্থিক অনুদান পাঠান।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর