rabbhaban

গাড়িতে রশি টেনে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন পুলিশ সুপারকে


স্পেশাল করেসপনডেন্ট | প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৯ আগস্ট ২০১৮, রবিবার
গাড়িতে রশি টেনে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন পুলিশ সুপারকে

গাড়িতে রশি বেঁধে রশি টেনে বিদায় দিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হককে। ১৯ আগস্ট রোববার বেলা সাড়ে ১১ টায় তাকে এই আনুষ্ঠানিক বিদায় দেন জেলা পুলিশে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

এর আগে সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময় শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পুলিশ সুপার মঈনুল হককে গার্ড অব অর্নার প্রদান করা হয়। গার্ড অব অর্নার শেষে পুলিশের সদস্যরা তাকে ফুল ছিটিয়ে গাড়িতে বসিয়ে রশি দিয়ে গাড়ি টেনে পুলিশ সুপারের কার্যালয় থেকে বিদায় জানান। এসময় উপস্থিত সকলের চোখেই ছিল অশ্রুসিক্ত।

বিদায় প্রাক্কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো: মেহেদী ইমরান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ সাহা, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো: আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: সারফত উল্লাহ, সদর মডেল থানা ওসি মো: কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানা ওসি শাহ মো: মঞ্জুর কাদের, সিদ্ধিরগঞ্জ থানা ওসি আব্দুস সাত্তার মিয়া, সোনারগাঁ থানা ওসি মোরশেদ আলম ও ট্রাপিক ইন্সপেক্টর মোল্যা তাসলিম হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ আগস্ট সকালে নারায়ণগঞ্জ জেলা এসপি হিসেবে যোগদান করেন মঈনুল হক। ফলে ২০১৮ সালের ৪ আগস্ট দুই বছর পূর্ণ হয়। এর আগে ১ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও যশোরের পুলিশ সুপারসহ ১১ জন পুলিশ সুপার পদে রদবদল করা হয়। ফলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক যাচ্ছেন যশোরের পুলিশ সুপার হিসেবে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর