rabbhaban

ঈদের জামাতে শুধু জায়নামাজ আনার পরামর্শ পুলিশের


স্টাফ করেসপনডেন্ট | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২০ আগস্ট ২০১৮, সোমবার
ঈদের জামাতে শুধু জায়নামাজ আনার পরামর্শ পুলিশের

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আগত মুসল্লিদের নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে থাকবে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পোষাকধারী পুলিশের পাশাপাশি মাঠে থকবে সাদা পোষাকের পুলিশ। মাঠে প্রবেশ পথে থাকবে মেটাল ডিটেক্টর। সম্পূর্ণ মাঠটি রাখা হবে সিসি টিভি ক্যামেরার আওতায়।

মাঠে মুসল্লিদের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো মনিরুল ইসলাম নিউজ নারায়ণগঞ্জকে বলেন, ‘মাঠে পোষাক ও সাদা পোষাকে প্রায় ১৭৫ জন আইন শৃংখলা বাহিনীর সদস্য থাকবে। এছাড়া বিশেষ প্রয়োজনে মাঠে র‌্যাবের মোবাইল টিম খাকতে পারে।’

জানা যায়, কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতিবছর এ ময়দানে ঈদ-উল-ফিতর ও ঈদুল আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়। কালের স্রোতে শোলাকিয়া ঈদগাহ ময়দানটি পরিণত হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থানে। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। এ ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে কিশোরগঞ্জকে।

এবার সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের রেকর্ডকে ভঙ্গ করার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। তিনি নারায়ণগঞ্জে দেশের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হওয়ার প্রস্ততি নিচ্ছেন। ইতোমধ্যে তিনি গত ১২ আগষ্ট রোববার নারায়ণগঞ্জের প্রায় ৭ শতাধিক মসজিদেদের ঈমাম ও মাদ্রাসা প্রধানদের নিয়ে বৈঠক করেছেন। বর্তমানে অবিরামভাবে চলছে মাঠ গোছানো ও প্যান্ডেল নির্মাণের কাজ। যদিও শামীম ওসমান জানিয়েছেন, তার মূল টার্গেট হচ্ছে আগামী ঈদ-উল ফিতরে।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের উদ্যোগে চলছে বৃহত্তম ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি। ইতোমধ্যেই ঈদের জামাতটি দেড়লাখিয়া নামে পরিচিতি পেতে শুরু করেছে সাধারণ মানুষের মাঝে।

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা অনুষ্ঠিত হবে ২২ আগষ্ট। এবার একযোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও একেএম সামসুজ্জোহা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।

মুসল্লিদের সুবিধার্থে মাঠের আশেপাশের ময়লা আবর্জনা অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এবারের ঈদের নামাজে ইমাম সাহেবের মিম্বর থাকবে স্টেডিয়ামে। কেন্দ্রীয় ঈদগাহের বাঁশের তৈরী মূল কাঠামো ও ত্রিপল টানানোর কাজ শেষ হয়েছে। এখন চলছে মাঠ পরিষ্কার ও টুকিটাকি কিছু কাজ।

শ্রমিকদের মাধ্যমে জানা যায় নিচের মাঠ পরিস্কার করে ধুয়ে মুছে নিচে ত্রিপল আর মাইক টানানোর কাজ শেষ হলেই নামাজের জন্য প্রস্তুত হবে ঈদগাহ।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর