rabbhaban

নারায়ণগঞ্জ এসে ভালোবাসার অনুভূতি ব্যক্ত জাপানের অভিনেত্রীর


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার
নারায়ণগঞ্জ এসে ভালোবাসার অনুভূতি ব্যক্ত জাপানের অভিনেত্রীর

জাপানের ফ্যাশন মডেল, জনপ্রিয় টিভি অভিনেত্রী ও গায়িকা রোলা বৃহস্পতিবার ৩০ আগষ্ট এসেছিলেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে। শিক্ষার্থীদের নাচে গানে মুগ্ধ রোলা ভাঙা ভাঙা বাংলায় ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রতি নিজের ভালবাসার কথা। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে তিনি অনেক অনেক ভালবাসেন। এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন রোলা।

বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে রোলার আগমন উপলক্ষ্যে ছিল বর্ণাঢ্য আয়োজন। নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নাচ ও গান উপভোগ করেন রোলা। ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাসুম বিল্লাহ, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক এম এ বারী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
সাহিত্য-সংস্কৃতি এর সর্বশেষ খবর
আজকের সবখবর