rabbhaban

খুঁটির অভাবে ঝুলছে বিদ্যুতের তার : উদ্বিগ্ন তল্লাবাসী


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ৩১ আগস্ট ২০১৮, শুক্রবার
খুঁটির অভাবে ঝুলছে বিদ্যুতের তার : উদ্বিগ্ন তল্লাবাসী

ফতুল্লা থানার পশ্চিম তল্লায় অবস্থিত সবুজবাগ মডেল একাডেমী সংলগ্ন এলাকায় খুঁটি না থাকায় বৈদ্যুতিক তারগুলো ঝুলে পড়েছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে সেগুলো। ফলে তারগুলো নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পথচারীগণ।

প্রতিনিয়ত স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেনীর পেশাজিবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করে বলে জানা গেছে। ৩১ আগষ্ট সকালে সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, সড়কটির ২ পাশে বিদ্যুতের খুঁটি থাকলেও মাঝখানে ১টি না থাকার কারণ বৈদ্যুতিক তারগুলো ঝুলে পড়ছে। সমাধান হিসেবে ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো একটি খুঁটির সাথে টানা দেয়া আছে।

এলাকাবাসী জানান, বিষয়টি অবগত করে শহরের কিল্লারপুলে অবস্থিত পূর্ব ডেসার নির্বাহী প্রকৌশলীর কাছে গত ৬ মাস আগে একটি লিখিত আবেদন করেছেন তারা। তবে এখনও তার সমাধান পাননি।

এ ছাড়া দুটি খুঁটির মাঝখানে ১টি খুটি স্থাপন করলেই সমাধান হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীরা।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর