rabbhaban

এমন ঘটনা দেশে বিরল : শাহজাহান শামীম


স্টাফ করেসপনডেন্ট | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮, শনিবার
এমন ঘটনা দেশে বিরল : শাহজাহান শামীম

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল থিয়েটার ক্লাবের প্রথম প্রযোজনায়, কবি আনোয়ার হোসেনের গ্রন্থনা ও সোয়েব মুনিরের পরিচালনায় ‘ভয়ংকর দুষ্টুমী’ চলচ্চিত্রের ‘প্রিমিয়ার শো’ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে অনলাইন সংবাদ মাধ্যম নিউজ নারায়ণগঞ্জের সম্পাদক শাহজাহান শামীম বলেন, ‘এমন ঘটনা আমাদের দেশে বিরল যেখানে কোনো স্কুলের অর্থায়নে চলচ্চিত্র নির্মাণ হয়। এখানে অভিনয় শিল্পীরা সকলে স্কুলের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক, পরিচালনা করেছেন স্কুলের একজন শিক্ষক এমনকি যে গল্পটিকে তারা চলচ্চিত্রে রূপ দিয়েছেন সে গল্পটিও বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকের লেখা। যা অন্য সকল স্কলের জন্য উদাহরণ।’.তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ছোট থেকেই শুণতে হয় যে বাংলাদেশের চলচ্চিত্র কখনও ঠিকমতো চলচ্চিত্রই হয়ে উঠতে পারে না। ফলে দেশের অধিকাংশ শিক্ষার্থী-কিশোর যাদের মধ্যে অভিনয়ের প্রতিভাটুকু রয়েছে তারা ভেবে নেয় চলচ্চিত্রের পথটি ভালো নয়। তাই খুব দ্রুত এরা ঝড়ে পরে। প্রতিভাগুলো নষ্ট হয়ে যায়। সেখানে প্রতিটি স্কুল যদি এমন উদ্যোগ নিতে পারে তবে আমাদের দেশের চলচ্চিত্র জগতে অভাবনীয়ভাবে এগিয়ে যাবে বলে আমি মনে করি।’

শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে আলী আহমদ চুনকা পাঠাগারে ওই প্রিমিয়ার শোটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘চলচ্চিত্রটি দেখার সময় একবারের জন্যেও মনে হয় এটা আনাড়ি হাতে তৈরি হয়েছে। আমি অভিভূত হয়েছি এই ভেবে যে একটি স্কুলের থিয়েটার ক্লাবের প্রযোজনায় এতোটা প্রফেশনালভাবে একটি চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। প্রথম যখন এখানে আসছিলাম আমি রাস্তায় ভাবছিলাম ছাত্রদের আনাড়ি কোনো কাজ দেখতে এলাম কীনা। কিন্তু তাদের অভিনয় থেকে শুরু করে, প্রডাকশন এমনকি সাউন্ডের ব্যাবহার সবকিছুই আমার কাছে অসাধারণ লেগেছে।’

এ সময় তিনি এই চলচ্চিত্রটি কিছু বেসরকারী টিভি চ্যানেলে সম্প্রচারের উদ্যোগ নিবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দিপু, ‘ভয়ংকর দুষ্টমী’ ছোট গল্পটির লেখক কবি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারী শরীফউদ্দিন সবুজ,  চলচ্চিত্রটির পরিচালক ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অভিনয় বিভাগের শিক্ষক সোয়েব মুনির প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
সাক্ষাৎকার এর সর্বশেষ খবর
আজকের সবখবর