র্যাবের অভিযানে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র্যাব-১১ এর অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
৪ সেপ্টেম্বর মঙ্গলবার মুন্সিগঞ্জের রিকাবী বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রিকাবী বাজার এলাকার রেজাউল করিম মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (২৮) ও আনোয়ার হোসেনের ছেলে মোঃ আবুল কালাম।
র্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার মীর পৌরসভার রিকাবী বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল বলে জানাগেছে। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।