আইভীকে চার পঞ্চায়েত পরিষদের শুভেচ্ছা

চারটি এলাকা নিয়ে গঠিত (বংশাল রোড, বি দাস রোড, আরকে মিত্র রোড ও ওল্ড ব্যাংক রোড) পঞ্চায়েত পরিষদের সদস্যদের সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বংশাল রোড, বি দাস রোড, আরকে মিত্র রোড ও ওল্ড ব্যাংক রোড পরিদর্শন শেষে পঞ্চায়েত পরিষদের কার্যালয়ে গিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চায়েত পরিষদের সভাপতি দুলাল রায়।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এলাকাবাসীর বিভিন্ন সমস্যা কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এছাড়াও পঞ্চায়েত পরিষদের সদস্যরা একটি স্থায়ী কার্যালয়ের দাবী জানালে মেয়র দ্রুত ব্যবস্থা করবেন বলে জানান। মতবিনিময় সভা শেষে পঞ্চায়েত পরিষদের সভাপতি দুলাল রায় সহ সদস্যরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, পঞ্চায়েত পরিষদের সিনিয়র সহ সভাপতি হাজী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খালেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক খোকন, সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিকাশ সাহা, মিজানুর রহমান টুলু, শহীদুল ইসলাম সোহেল, কামাল, অজয় সূত্র ধর, ইউসূফ ও পঞ্চায়েত পরিষদের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।