rabbhaban

কাশীপুরে নবীজির দুশমনদের শাস্তি দাবীতে সমাবেশ


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ১০:০১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার
কাশীপুরে নবীজির দুশমনদের শাস্তি দাবীতে সমাবেশ

৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম`আ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরে তাহাফ্ফুজে শানে রিসালাত পরিষদের উদ্যোগে নবীজীর শানে কটুক্তিকরী ব্যাঙ্গচিত্র অংকনকারী সহ সকল প্রকার নবীজির দুশমনদের শাস্তির দাবী জানিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়

উক্ত সমাবেশে বরেন্য উলামায়ে দ্বীন, সমাজ সেবক, শিক্ষাবিদ, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নবীজির শানের দুশমনদের শাস্তির বিধান ব্লাশ ফেমী আইন বাংলাদেশের জাতীয় সংসদে অনতিবিলম্বে পাশ করার জোর দাবী জানান। মিলাদ ক্বিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ফয়সাল মাহমুদের সভাপতিত্ব, সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবিবের সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোহাম্মাদ হোসেন সাহেব, কবির প্রধান, হাজী আনিছুর রহমান শ্যামল, আফজল হোসাইন তালুকদার, আল্লামা ওবায়দুল্লাহ আশরাফী, মুফতি আমিমুল এহসান,মুফতি খোরশেদ আলম, মুফতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর