rabbhaban

সোনারগাঁয়ে দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ


সোনারগাঁও করেসপনডেন্ট | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮, সোমবার
সোনারগাঁয়ে দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

সোনারগাঁ পৌরসভার দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ সেপ্টেম্বর সোমবার মা সমাবেশ ও মিড ডে মিল বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালাহ উদ্দিন জাকীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ^াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা, ইউআরসি ইন্সট্রাকটর নাসরিন জাহান পপি, প্রমিজ চাইল্ড একাডেমীর অধ্যক্ষ মাহমুদা ইসলাম ফেন্সী, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি ও শাহজালাল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা সুলতানা প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডালিয়া লিয়াকত শিক্ষার্থীদের লেখাপড়া ও খাওয়া-দাওয়ার প্রতি মায়েদের সবসময় সচেতন থাকার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
শিক্ষাঙ্গন এর সর্বশেষ খবর
আজকের সবখবর