rabbhaban

এমপিরা সর্বেসর্বা না, মেয়র আইন বানাতে পারে : নওফেল


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮, সোমবার
এমপিরা সর্বেসর্বা না, মেয়র আইন বানাতে পারে : নওফেল

জনস্বার্থে স্থানীয়ভাবে মেয়র আইন বানাতে পারেন বলে জানিয়েছেন জাপানী দাতা সংস্থা জাইকার কনসালটেন্ট ও আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

১০ সেপ্টেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে জাপানী দাতা সংস্থা জাইকার ওয়ার্কশপ শেষে নিউজ নারায়ণগঞ্জ প্রতিবেদককে এসব কথা বলেন।

নওফেল বলেন, জাইকার একটি ওয়ার্কশপ করা হয়েছে। সেখানে মেয়র ও কাউন্সিলররা ছিলেন। আর ওই ওয়ার্কশপের কনসালটেন্ট ছিলাম আমি।

ওয়ার্কশপ সম্পর্কে তিনি বলেন, এমপিরা মনে করেন তারা সর্বেসর্বা। তবে মেয়র ও কাউন্সিলররা আইন দ্বারা ক্ষমতা প্রাপ্ত। জনস্বার্থে স্থানীয়ভাবে মেয়র আইন বানাতে পারে। এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাদের বুঝানো হয়েছে কিভাবে কি করতে পারবেন।’

এর আগে সকাল সাড়ে ১০টায় জাইকার ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে আসেন তিনি। পরে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে সভা করেন তিনি। এছাড়াও তিনি মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে মতবিনিময় সভা করেন।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর